হোম > শিক্ষা

বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন বুয়েট উপাচার্য

শিক্ষা ডেস্ক

উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান

বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ১৬তম কাউন্সিল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামানকে ফেলো নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই মর্যাদাপূর্ণ সম্মাননা অধ্যাপক বদরুজ্জামানের প্রকৌশলবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান এবং দেশ ও দেশের বাইরে তাঁর প্রকৌশল ও বৈজ্ঞানিক মেধার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ডিসটিংগুইশড অধ্যাপক বদরুজ্জামান ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আর্সেনিক দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির গুণগত মান মডেলিং, পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি, ভারী ধাতু স্পিসিয়েশন, পরিবহন ইত্যাদি বিষয়ে গবেষণা করেন।

ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ এবং প্রতিরোধের মডেলের ওপর বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি মালয়েশিয়ান ইনভেনশন অ্যান্ড ডিজাইন সোসাইটি কর্তৃক প্রদত্ত আইটেক্স গোল্ড মেডেল অর্জন করেন।

অধ্যাপক বদরুজ্জামান বৈজ্ঞানিক জার্নালগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক প্রকাশনা করেছেন, যা গবেষণার ক্ষেত্রে একজন উদীয়মান গবেষক হিসেবে তাঁর পাণ্ডিত্য নির্দেশ করে। তিনি এখন পর্যন্ত মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর স্কোর ৪২৫,৬,০৭৩টি সাইটেশন, এইচ সূচক ৩১, আই১০ সূচক ৪৮-সহ চিত্তাকর্ষক মেট্রিকস অর্জন করেছেন।

বৈজ্ঞানিক ও প্রকৌশল অনুসন্ধানে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং পরামর্শ কেবল প্রকৌশলবিদ্যাকে সমৃদ্ধই করেনি, বরং গবেষকদের একটি নতুন প্রজন্মকে জ্ঞান ও আবিষ্কারের সন্ধান শুরু করতে অনুপ্রাণিত করেছে। অধ্যাপক বদরুজ্জামান বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপে বক্তব্য দেওয়ার মাধ্যমে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে থাকেন। তিনি যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর: অনিয়ম ধরার কাজ যাঁদের তাঁরাই জড়াচ্ছেন দুর্নীতিতে

জকসু নির্বাচন নিয়ে প্রশাসনের নতুন নির্দেশনা

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি