হোম > শিক্ষা

বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন বুয়েট উপাচার্য

শিক্ষা ডেস্ক

উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান

বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ১৬তম কাউন্সিল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামানকে ফেলো নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই মর্যাদাপূর্ণ সম্মাননা অধ্যাপক বদরুজ্জামানের প্রকৌশলবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান এবং দেশ ও দেশের বাইরে তাঁর প্রকৌশল ও বৈজ্ঞানিক মেধার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ডিসটিংগুইশড অধ্যাপক বদরুজ্জামান ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আর্সেনিক দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির গুণগত মান মডেলিং, পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি, ভারী ধাতু স্পিসিয়েশন, পরিবহন ইত্যাদি বিষয়ে গবেষণা করেন।

ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ এবং প্রতিরোধের মডেলের ওপর বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি মালয়েশিয়ান ইনভেনশন অ্যান্ড ডিজাইন সোসাইটি কর্তৃক প্রদত্ত আইটেক্স গোল্ড মেডেল অর্জন করেন।

অধ্যাপক বদরুজ্জামান বৈজ্ঞানিক জার্নালগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক প্রকাশনা করেছেন, যা গবেষণার ক্ষেত্রে একজন উদীয়মান গবেষক হিসেবে তাঁর পাণ্ডিত্য নির্দেশ করে। তিনি এখন পর্যন্ত মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর স্কোর ৪২৫,৬,০৭৩টি সাইটেশন, এইচ সূচক ৩১, আই১০ সূচক ৪৮-সহ চিত্তাকর্ষক মেট্রিকস অর্জন করেছেন।

বৈজ্ঞানিক ও প্রকৌশল অনুসন্ধানে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং পরামর্শ কেবল প্রকৌশলবিদ্যাকে সমৃদ্ধই করেনি, বরং গবেষকদের একটি নতুন প্রজন্মকে জ্ঞান ও আবিষ্কারের সন্ধান শুরু করতে অনুপ্রাণিত করেছে। অধ্যাপক বদরুজ্জামান বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপে বক্তব্য দেওয়ার মাধ্যমে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে থাকেন। তিনি যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি