২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ভর্তি পরীক্ষার আগপর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ পাবেন।
২৫ অক্টোবর বেলা ১১টা থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কলেজে আসন রয়েছে মোট ৩ হাজার ৭১৮টি।
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে হবে। মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৭৫ হাজার পরীক্ষার্থী।