হোম > শিক্ষা

রাবিতে দুই শিক্ষককে স্থায়ী অব্যাহতি, আরেকজনের পদোন্নতি স্থগিত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে স্থায়ী অব্যাহতি ও একজনের চার বছরের পদোন্নতি ও ইনক্রিমেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। 

স্থায়ী অব্যাহতি প্রাপ্ত শিক্ষকেরা হলেন-মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা সুলতানা। 

সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। তিনি বলেন, ‘বিধিবহির্ভূতভাবে দীর্ঘদিন কর্মস্থল থেকে বাইরে থাকায় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবাকে এবং সুপারভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে মাতৃত্বকালীন ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থল থেকে দূরে থাকায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা সুলতানাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছ।’ 

সাদিকুল ইসলাম সাগর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় আগামী চার বছর তাঁর প্রমোশন ও ইনক্রিমেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’ 

সাদিকুল ইসলাম সাগর জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন