হোম > শিক্ষা

জীবনের নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টের আবেদন

জাককানইবি প্রতিনিধি

নিরাপত্তাহীনতার অভিযোগ এনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলন-চাঁপা হলের পদত্যাগকারী প্রভোস্ট সিরাজাম মনিরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন। আজ শুক্রবার এই আবেদন করেন তিনি।

আবেদনে সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের দ্বারা লাঞ্ছিত ও তাঁর দেওয়া জীবননাশের প্রকাশ্য হুমকির মুখে গত বুধবার তিনিসহ চারজন হাউস টিউটর একসঙ্গে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরপর গতকাল মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে জাককানইবি পরিবার থেকে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে রাকিবের পাশে দাঁড়িয়ে থাকা তার দুজন সঙ্গী অশ্লীল অঙ্গভঙ্গি করে সিরাজাম মনিরার দিকে তাকিয়ে অট্টহাসি হাসেন।

ওই আবেদনে আরও বলা হয়েছে, এই নোংরা ইঙ্গিতপূর্ণ অপমান তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে তাড়াতাড়ি বাসায় রেখে যান। তারপর থেকে তিনি লক্ষ্য করছেন, কিছু শিক্ষার্থী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তাঁর বাসার দিকে তীব্র নজর রাখছে। রাকিব ও তাঁর সঙ্গী সাথিদের প্রকাশ্য হুমকির মুখে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া ওই শিক্ষক এখন কার্যত বাসায় বন্দী রয়েছেন বলে উল্লেখ করেছেন।’

এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রেজিস্ট্রারের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে সিরাজাম মনিরা আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুবই অসুস্থতা অনুভব করছি। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে।’

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে একটি মহল এসব কাজ করছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে আবেদন করছে।’

উল্লেখ্য, এর আগে বিজয় দিবসে ছাত্রী হলের ফিস্টের খাবার নিয়ে অনৈতিক সুবিধা নিতে গিয়ে খবরদারি করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)