ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপপরিচালক রাজিবুল ইসলাম।
জানা যায়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সাবজেক্ট চয়েসের সময়সীমা ২০ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। সময়সীমা পরিবর্তন করা হলেও গত ২২ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। আগের শর্তাবলি মোতাবেক শিক্ষার্থীদের সকল কার্যক্রম সম্পূর্ণ করতে হবে।
ইবি সূত্র জানান, কেউ যদি আরও বিস্তারিত তথ্য জানতে চায় তাহলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।