হোম > শিক্ষা

বিজ্ঞান শেখার মজার ৩টি উপায়

শিক্ষা ডেস্ক

প্রতীকী ছবি

বিজ্ঞান মানেই একটু জটিল বিষয়। তাই বোঝাও কঠিন। প্রায়ই দেখা যায়, শিক্ষকেরা ক্লাসের শুরুতে সংজ্ঞা লিখে দেন, তারপর পড়ানো শুরু করেন। কিন্তু শুধু সংজ্ঞা শুনে তো আর পড়া মনে থাকে না! তাই আগেই যদি বিষয়টি হাতে-কলমে বোঝানো হয়। তবে শেখা হয় দীর্ঘস্থায়ী। আজ থাকছে বিজ্ঞানের শব্দ শেখানোর কয়েকটি সহজ কৌশল নিয়ে—

অঙ্গভঙ্গির মাধ্যমে শেখা

শব্দ শেখার সঙ্গে যদি শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার হয়, তবে সেটি অনেক বেশি মনে থাকে। যেমন—Increase (বাড়ানো) → থাম্বস-আপ; Decrease (কমানো) → থাম্বস-ডাউন।

ছবি এঁকে শব্দ ভাঙা

বিজ্ঞানের অনেক শব্দ একই মূল থেকে এসেছে। তাই শব্দ ভেঙে শেখালে মনে রাখা সহজ হয়।

যেমন: bio মানে জীবন → biotic, biodiversity, biography। de মানে সরানো বা উল্টানো → decomposer, deforestation, deposition।

শিক্ষার্থীরা বোর্ডে শব্দ লিখে ছবি আঁকতে থাকে। কারও ছবিতে গাছ, কারও ছবিতে নদী, কারও ছবিতে মানুষ। এভাবে শব্দ কেবল মুখস্থ নয়, বরং ছবির মাধ্যমে বোঝার অংশ হয়ে যায়। একবার শেখা হয়ে গেলে একই মূল থেকে আসা নতুন শব্দও তারা সহজেই চিনে নিতে পারে।

শব্দ দেয়াল

ক্লাসরুমের দেয়ালও হতে পারে শেখার সেরা জায়গা। শিক্ষক শিক্ষার্থীরা মিলে দেয়াল চার্ট বানাতে পারে। যেমন: মার্বেল এনে বোঝানো হলো ‘Solid’; মরুভূমির ছবি লাগানো হলো ‘Ecosystem’ চার্টে; জলের চক্রের ধাপ আঁকা হলো পোস্টারে। এসব শুধু সাজানোর জন্য নয়। এগুলো দেখে শিক্ষার্থীরা পাঠ মনে করে, আবার আলোচনা চালিয়ে যেতে পারে। দেয়াল যেন হয়ে ওঠে শেখার সঙ্গী।

বিজ্ঞান শেখা কঠিন নয়—যদি শেখানো হয় একটু ভিন্নভাবে। আগে বিষয়টা হাতে-কলমে বোঝানো,

তারপর শব্দ শেখানো, সঙ্গে অঙ্গভঙ্গি, ছবি আর দেয়ালের চার্ট ব্যবহার। এভাবে শিক্ষার্থীরা শুধু সংজ্ঞা মুখস্থ করবে না, বরং অর্থ বুঝতে পারবে। আর শেখাটা তখন হয়ে যাবে

মজার খেলা।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়