হোম > শিক্ষা

স্বামীর মৃত্যুর ১০ দিন পর মারা গেলেন চবি অধ্যাপক 

প্রতিনিধি, চবি

স্বামীর আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। স্বামীর মৃত্যুর খবর শুনে টানা চার ঘণ্টা বসে ছিলেন চেয়ারে। পরে অসুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। স্বামীর মৃত্যুর ঠিক ১০ দিন পর আজ রোববার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক খালেদা হানুম।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ।  

এর আগে গত ২৪ জুন তাঁর স্বামী অধ্যাপক মুহাম্মদ আলী মারা যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।

অধ্যাপক মহীবুল আজিজ জানান, স্বামী মারা যাওয়ায় উনি অনেক বেশি দুঃখ পান। তাঁরা একে অপরের ছায়া ছিলেন। টানা চার ঘণ্টা একটি চেয়ারে বসে ছিলেন। সেখানে তাঁর হার্ট অ্যাটাক হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সবকিছু ছাড়িয়ে আজ তিনি চলে গেলেন পরপারে। জোহরের নামাজের পর নগরীর চান্দগাঁও আবাসিক বি ব্লক জামে মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

তিনি আরও বলেন, `খালেদা হানুম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক ও অনুবাদক। তাঁর লেখা বেশ কিছু বই রয়েছে। তাঁকে নিয়ে “খালেদা হানুম : সৃজন ও মনন” নামে আমিও একটি বই লিখেছি।'  

অধ্যাপক খালেদা হানুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন। তাঁর স্বামী ড. মুহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দান বিশ্ববিদ্যালয় ঢাকা এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ছিলেন।

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার