হোম > শিক্ষা

এইচএসসি বিশেষ: অধ্যক্ষের পরামর্শ উদ্বিগ্ন হওয়া যাবে না

মো. মাহবুবুর রহমান মোল্লা

মো. মাহবুবুর রহমান মোল্লা। ছবি: সংগৃহীত

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জানাচ্ছি অনেক অনেক দোয়া ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছো। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। ২৬ জুন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটি তোমাদের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সোপান।

এইচএসসি পরীক্ষার ফল তোমাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করবে। অতএব ভয় নয়, হতাশা নয়, পর্যাপ্ত সাহস ও উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অবতীর্ণ হবে। মনোবল রাখবে, অবশ্যই তোমাদের পরীক্ষা আশানুরূপ হবে এবং তোমরা প্রত্যাশিত ফল অর্জন করবে। কৃতী হতে সাধনা ও সাহস বড় শর্ত।

পরীক্ষা নিকটবর্তী হলে কোনো কোনো শিক্ষার্থী উদ্বিগ্ন হয়ে পড়ে, ভয় পায়। কিছুতেই এমন মানসিক দুর্বলতার শিকার হওয়া যাবে না। একজন পরীক্ষার্থীর আত্মবিশ্বাস, মানসিক শক্তি তার স্বপ্ন পূরণ করে। দীর্ঘ দুটি বছর তোমরা নিয়মিত পড়াশোনা করেছ, আমাদের বিশ্বাস তোমরা তার উপযুক্ত পুরস্কার পাবে। পরীক্ষা চলাকালে স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে। পরীক্ষার জন্য সম্ভাব্য পাঠ অনুশীলন করলেই চলবে। কলেজের শিক্ষকদের সঙ্গেও যোগাযোগ রাখো, তাঁদের পরামর্শ মোতাবেক রিভিশন দাও; আশা করি খুব উপকৃত হবে।

অকারণে ঘুম নষ্ট করবে না, এখন খুব বেশি রাত জাগারও দরকার নেই। একটি ভালো পরীক্ষা সম্পন্ন করার জন্য পরীক্ষাকেন্দ্রের সব শৃঙ্খলা তোমাদের মানতে হবে। সুশৃঙ্খল মন, অনুপ্রেরণা ও সচেতনতা তোমাদের পরীক্ষা পর্বকে সুসম্পন্ন করবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা কী করে ভালো হতে পারে, সে বিষয়ে অভিভাবকদের দায়িত্ব পালনও গুরুত্বপূর্ণ। পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থী সন্তানদের রূঢ় ভাষায় শাসন ও সমালোচনা করা মোটেই যুক্তিসংগত হবে না। এটা তাদের মন ভেঙে দিতে পারে। বরং অভিভাবক পরীক্ষার্থীকে আশান্বিত ও উৎসাহিত করবেন, তার প্রতি যতটা যত্নবান ও স্নেহপ্রবণ হওয়া সম্ভব, তা-ই হবেন। কড়া শাসন পরীক্ষার্থীকে হতোদ্যম করে। পরীক্ষার্থী ছেলেমেয়েকে বোঝাতে চেষ্টা করুন, তারা পরীক্ষায় খুব ভালো করবে, সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন।

পরীক্ষার্থীরা, সব রকম দুশ্চিন্তা পরিহার করে পরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষার আগের রাতের ঘুম খুব ভালো হওয়া চাই। ঘুমাতে যাওয়ার আগেই পরীক্ষা সরঞ্জাম কালো কালির একাধিক ভালো বলপেন, মার্কার, পেনসিল, রুলার, রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে গুছিয়ে রাখবে।

পরীক্ষাকেন্দ্র কাছে কি দূরে হোক, পরীক্ষা আরম্ভ হওয়ার অনেকটা আগেই কেন্দ্রে উপস্থিত হবে। এখন বর্ষাকাল, তাই ছাতার কথা ভুলে গেলে চলবে না। পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের পরীক্ষা পর্ব সফল করবে। সচেতনতা ও উদ্দীপনা তোমাকে ভালো পরীক্ষা ও কাঙ্ক্ষিত ফল উপহার দেবে। তোমাদের মনোবাসনা পূর্ণ হোক।

লেখক: অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা।

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি