চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের থেকে ২০২০-২১ অর্থবছরে আদায় করা আবাসন ও পরিবহন ফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তবে কীভাবে ফেরত দেওয়া হবে সেটি বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তর সিদ্ধান্ত নেবে।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৫৭ তম যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এই টাকাগুলো যেহেতু ব্যবহার করা হয়নি, তাই ফেরত দেওয়া হবে। তবে কীভাবে ফেরত দেবে সেটি হিসাব নিয়ামক দপ্তর দেখবে।
এদিকে একই সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। যা গত বছরের চেয়ে ৯ কোটি টাকা বেশি। বাজেটে গবেষণা, বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাব ও মেডিকেল সেন্টারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ৩৪৭ কোটি ৪৯ লাখ এবং ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক্কলিত বাজেট ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা অনুমোদন করা হয়।