হোম > শিক্ষা

পড়ালেখার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’তে যুক্ত হলেন চঞ্চল চৌধুরী

পড়ালেখা সহজভাবে শেখাতে এবং পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে মানসম্মত শিক্ষাকে সহজলভ্য ও সাশ্রয়ী করতেই পড়ালেখার ডিজিটাল দুনিয়া ‘Shikho’। দেশের আধুনিক এই শিক্ষাপ্রযুক্তি (এডটেক) প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পেইন ‘শিখব, জিতব’-এর প্রচারণায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে যাত্রা শুরু করার পর থেকেই Shikho, বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমকে সহজ ও আনন্দদায়ক করে মানসম্মত শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে শিখতে এবং লাইফের সব পরীক্ষায় সফল হওয়ার আত্মবিশ্বাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। 

Shikho-তে রয়েছে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম অন্তর্ভুক্ত এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সিলেবাসসহ বিভিন্ন একাডেমিক ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের কোর্স। প্ল্যাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী (সিইও) ও জিশান জাকারিয়া (সিওও) তাঁদের এক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পাঠ্যক্রমকে একবিংশ শতকের উপযোগী করে তুলতে কাজ করছেন। 

ভিস্যুয়াল লার্নিংয়ের জন্য অ্যানিমেটেড ভিডিও কনটেন্টের পথিকৃৎ হিসেবে এবং বাংলাদেশের প্রথম ও একমাত্র পার্সোনালাইজড আর ডেটানির্ভর লার্নিং অ্যাপ চালু করেছেন তাঁরা, যা নিয়মিত পড়াশোনাকে ‘গেমিফাই’ করার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে করেছে আরও ইন্টারঅ্যাকটিভ ও আকর্ষণীয়। এবার সেই শেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জিতে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী। 

বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় ৬ লাখ ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী Shikho অ্যাপে প্রতিদিন গড়ে ৬৮ মিনিট করে ব্যয় করে থাকে। Shikho-এর সিইও শাহীন চৌধুরী ‘শিখব, জিতব’ ক্যাম্পেইনের প্রচারণায় চঞ্চল চৌধুরীর যুক্ত হওয়া সম্পর্কে বলেন, ‘আমরা এই ক্যাম্পেইনের জন্য এমন একজন মানুষকে খুঁজছিলাম, যিনি নিজেই একজন অনুপ্রেরণা এবং একজন বাবা। আর এ জন্য খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ছিলেন আমাদের প্রথম পছন্দ। তাঁকে এই ক্যাম্পেইনে যুক্ত করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’ 

Shikho-এর মাধ্যমে একজন শিক্ষার্থী খুবই সহজে এবং কম খরচে বিষয়ভিত্তিক পাঠ্যসূচির মাধ্যমে নিজস্ব গতিতে শুরু করতে পারে তার শেখার যাত্রা। অ্যাপের ভেতর অ্যানিমেটেড ভিডিও লেসনের মাধ্যমে প্রতিটি বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, প্রায়োগিক সূত্রসমূহের দৈনন্দিন জীবনে ব্যবহার দেখানো হয়েছে, যা যেকোনো পাঠ্যক্রমকে সবার জন্য বোধগম্য করে তোলে। সমাধানসহ বিশাল প্রশ্নব্যাংকের মাধ্যমে তৈরি করা হয়েছে অনুশীলনী। আরও রয়েছে সংজ্ঞা, সূত্র, প্রমাণ, বিভিন্ন ‘হ্যাক’ সংবলিত স্মার্ট নোট এবং অফলাইন কোচিং সেন্টারে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের সঙ্গে লাইভ ক্লাসে অংশগ্রহণের সুযোগ। 

রিয়েল-টাইম ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও অগ্রগতি ট্র্যাক করে অ্যাপটি প্রত্যেক শিক্ষার্থীকে বিষয়ভিত্তিক দুর্বলতা দূর করার পরামর্শ দেয়, যা একজন অভিভাবককে সন্তানের শিক্ষা নিয়ে চিন্তামুক্ত করতে পারে। সর্বোপরি দেশের শিক্ষার্থীদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, প্রফেশনাল লার্নিংসহ সম্পূর্ণ শিক্ষাযাত্রায় অবদান রাখতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

Shikho অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে এবং আরও জানতে ভিজিট করুন: shikho. com

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল