ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে এখনো ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আইসিটি সেল সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হওয়া পর ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। আসন খালি থাকা সাপেক্ষে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি।
এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২ হাজার ৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৮২৫ জন শিক্ষার্থী। ফলে ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৭৪ টি; কলা, সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ৯৫টি আসনের মধ্যে ৭৪৬টি ও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ২৫০টি আসন ফাঁকা রয়েছে।
পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি। তৃতীয় মেধাতালিকার পরও আসন খালি থাকলে স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নিতে পারবে।
এ বিষয়ে সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, পুরো ডেটা নিয়ে কাজ চলছে। কয়েক দিনের মধ্যে ওয়েবসাইটে নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হবে।