হোম > শিক্ষা

গুচ্ছের পুনর্নিরীক্ষায় কারও ফলাফল পরিবর্তন হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফলাফলে গরমিলের অভিযোগ আনেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির মুখে ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেয় আয়োজক কমিটি। 

তবে ফলাফল পুনর্নিরীক্ষার পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

আয়োজক কমিটি সূত্রে জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদনকৃতদের উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজ হাতে দেখেছেন। পাশাপাশি বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন উপাচার্যরা। সম্পূর্ণ নির্ভুলভাবে পুনর্নিরীক্ষার ফল দিতেই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। 

মুনাজ আহমেদ বলেন, ‘পুনর্নিরীক্ষায় একজন শিক্ষার্থীর ফলও পরিবর্তন হয়নি। ফল পরিবর্তন হবে না, সেটি বোঝাই যাচ্ছিল। কেননা, ওএমআর শিটে কারও ভুল হলে সবারই ভুল হবে। সফটওয়্যারের মাধ্যমে ফল দেওয়া হয়েছে। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের ফোনে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া।’

এর আগে ৭ নভেম্বর থেকে গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। এতে দেড় হাজারের বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষার আবেদন করেন। শিক্ষার্থীদের ২ হাজার টাকার বিনিময়ে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ দেওয়া হয়।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়