হোম > শিক্ষা

ইতালিতে ইউনিভার্সিটি অব ক্যামেরিনো বৃত্তি

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

ইতালিতে ইউনিভার্সিটি অব ক্যামেরিনো বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আইইএলটিএস ছাড়াই এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব ক্যামেরিনো বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ অথবা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে। মাসিক উপবৃত্তি হিসেবে ৩০০ ইউরো থেকে ৮০০ ইউরো দেওয়া হবে। বিনা মূল্যে আবাসন সুবিধার ব্যবস্থা থাকবে। এ ছাড়া থাকছে স্বাস্থ্যবিমার সুবিধাও।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ইতালির ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্স, আর্কিটেকচার এবং ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি এবং স্বাস্থ্যবিজ্ঞানের মতো বিষয়গুলোতে ডিগ্রি নিতে পারবেন।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনে এ গবেষণাকর্ম প্রদর্শন করতে হবে। স্নাতক প্রোগ্রামের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিকের সনদ ও স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের আইইএলটিএসের প্রয়োজন নেই। তবে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)

বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামীকাল

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু