হোম > শিক্ষা

এসএসসিতে মাইলস্টোন কলেজের অনন্য সাফল্য, পাসের হার ৯৭.২১ শতাংশ

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গৌরবময় ফল অর্জন করেছে। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে এ বছর মোট ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৮১৪ জন। সম্মিলিত পাসের হার ৯৭ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।

শ্রেণিভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫৮৬ জন, পাস করেছে ১ হাজার ৫৫২ জন। পাসের হার ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৫৫ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করে ২২৮ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ হয়েছে ২১০ জন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, ‘এটি একটি গৌরবময় অর্জন, যা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের পরীক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমেরই এই অসাধারণ স্বীকৃতি।’

মোহাম্মদ জিয়াউল আলম আরও বলেন, গঠনমূলক একাডেমিক পরিবেশ, পাঠোন্নতির নিয়মিত মূল্যায়ন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতার কারণেই মাইলস্টোন কলেজ ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করে যাচ্ছে।

অধ্যক্ষ মাইলস্টোন কলেজের প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান, যাদের সুপরিকল্পিত কর্মসূচি ও সময়োপযোগী দিকনির্দেশনা এই কৃতিত্বের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা