হোম > শিক্ষা

ইবিতে শিক্ষার্থীদের হলে বরণ

ইবি প্রতিনিধি

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলো। আজ শনিবার সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হয়। এরপর করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখিয়ে হলে ওঠেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বরণ করে নেন হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। 

দীর্ঘ ১৮ মাসের বেশি সময় পরে দেখা হওয়ায় শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরছেন বুকে। একে অপরের সঙ্গে ছবি তুলছেন। পুরোনো চিত্রে ফিরে এসেছে ক্যাম্পাসে। আড্ডায় মেতে উঠেছেন শিক্ষার্থীরা। ফুল দিয়ে বরণ করছেন সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। 

সকালে বিভিন্ন হল ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হলে প্রবেশ করছেন। হলের প্রধান ফটকে শিক্ষার্থীদের থেকে গ্রহণের সনদ ও হল কার্ড দেখে তাঁদের ছাত্রত্ব চিহ্নিত করছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। এরপর ফুল, মাস্ক ও চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের এমন ব্যবস্থাপনা দেখে খুশি শিক্ষার্থীরা। শেখ রাসেল হলের শিক্ষার্থী মাহাদি হাসান বলেন, `নির্দিষ্ট সময়ে হলগেটে এসে নিজের কাগজপত্র দেখিয়েছি। হল কর্তৃপক্ষ আমাদের ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নিয়েছে। হলে ফিরতে পেরে অনেক ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো না।' 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, `আমরা শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের আগমন আমাদের অনেক আনন্দ দেয়।' সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন তিনি। 

দেশে করোনাভাইরাস শনাক্তের পর গত বছরের ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলোও বন্ধ করে দেওয়া হয়। স্মরণকালের সবচেয়ে দীর্ঘ ছুটিতে আবাসিক শিক্ষার্থীদের আবাসন নিয়ে যে দুর্ভোগে পড়তে হয়েছিল, তার অবসান হলো আজ। 

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)