হোম > শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: এক সপ্তাহের মধ্যে ভর্তি হতে হবে ফাঁকা আসনে

জবি প্রতিনিধি

গুচ্ছ ভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসনগুলোতে ভর্তির সুযোগ পাবেন মেধাতালিকায় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা।

গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির অনলাইনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। 

কামালউদ্দীন আহমদ বলেন, ‘এবার আর স্পট অ্যাডমিশন নেওয়া হবে না। শুধুমাত্র মেধাতালিকার মাধ্যমে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর ৩ থেকে ৪ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

কামালউদ্দীন আহমদ আরও বলেন, ‘আরও একটি সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থী কোনো একটি বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে ভর্তি থাকলে মাইগ্রেশনের সুযোগ পাবে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে পারবে না। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি সব বিশ্ববিদ্যালয়ে আসন পূরণের বিষয়ে ব্যবস্থা নেবে।’

গুচ্ছ ভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রেখেই এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়ে গেছে। গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো প্রায় ২ হাজার ১০০ আসন ফাঁকা রয়েছে।

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক