হোম > শিক্ষা

ঘন ঘন খোলনলচে পরিবর্তনে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে: কাজী খলীকুজ্জমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তনকে নেতিবাচক প্রবণতা বলেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। এর ফলে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা না চালানোর পরামর্শ দিয়েছেন এই উন্নয়ন চিন্তাবিদ। 

আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা বেশি পরীক্ষা-নিরীক্ষা করছি। আমাদের ঠিক করতে হবে, আমরা কোন নীতি বাস্তবায়ন করব, কোন কারিকুলাম বাস্তবায়ন করব, কোন শিক্ষাক্রম বাস্তবায়ন করব। হ্যাঁ, চলার পথে কিছু পরিবর্তন তো হবেই, পরিবর্তন হবে, পরিমার্জন হবে। কিন্তু খোলনলচে কিছুদিন পরপর বদলে ফেলার ফলে আমাদের শিক্ষা খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।’ 

এ সময় নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী বলেন, ‘সব জায়গার অবস্থা এক রকম না। কিছু স্কুলে শিক্ষার্থী কম, সেখানে মূল্যায়ন করা সহজ, যে স্কুলে শিক্ষার্থী বেশি, সেখানে এটা করা কঠিন। তাই পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দুঃখজনক হলেও সত্য বিভিন্ন সমস্যায় শিক্ষকেরা যোগদান করে চলে যান। এটা রোধ করতে হবে। তাঁদের সুযোগ–সুবিধা বাড়াতে হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী খলীকুজ্জমান, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষক নেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি