ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তনকে নেতিবাচক প্রবণতা বলেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। এর ফলে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা না চালানোর পরামর্শ দিয়েছেন এই উন্নয়ন চিন্তাবিদ।
আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা বেশি পরীক্ষা-নিরীক্ষা করছি। আমাদের ঠিক করতে হবে, আমরা কোন নীতি বাস্তবায়ন করব, কোন কারিকুলাম বাস্তবায়ন করব, কোন শিক্ষাক্রম বাস্তবায়ন করব। হ্যাঁ, চলার পথে কিছু পরিবর্তন তো হবেই, পরিবর্তন হবে, পরিমার্জন হবে। কিন্তু খোলনলচে কিছুদিন পরপর বদলে ফেলার ফলে আমাদের শিক্ষা খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দুঃখজনক হলেও সত্য বিভিন্ন সমস্যায় শিক্ষকেরা যোগদান করে চলে যান। এটা রোধ করতে হবে। তাঁদের সুযোগ–সুবিধা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী খলীকুজ্জমান, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষক নেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।