হোম > শিক্ষা

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসের শেষে ৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানান পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। 

তিনি বলেন, ‘৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আমাদের কাজ চলছে। কোনো কারণে তা সম্ভব না হলে, আগামী মাসের শুরুতে ফল প্রকাশ করা হবে।’ 

বর্তমানে বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষক দেখছেন বলেও জানান পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, ‘৪৪ তম বিসিএসে প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের খাতা দেখা শেষ। এখন কিছু বেশি খাতা দেখছেন তৃতীয় পরীক্ষক। এ প্রক্রিয়া শেষ হলেই ফল প্রকাশ করা হবে।’ 

এর আগে ২০২২ সালের ২২ জুন ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী। 

 ৪৪ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন