হোম > শিক্ষা

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসের শেষে ৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানান পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। 

তিনি বলেন, ‘৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আমাদের কাজ চলছে। কোনো কারণে তা সম্ভব না হলে, আগামী মাসের শুরুতে ফল প্রকাশ করা হবে।’ 

বর্তমানে বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষক দেখছেন বলেও জানান পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, ‘৪৪ তম বিসিএসে প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের খাতা দেখা শেষ। এখন কিছু বেশি খাতা দেখছেন তৃতীয় পরীক্ষক। এ প্রক্রিয়া শেষ হলেই ফল প্রকাশ করা হবে।’ 

এর আগে ২০২২ সালের ২২ জুন ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী। 

 ৪৪ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত