হোম > শিক্ষা

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসের শেষে ৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানান পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। 

তিনি বলেন, ‘৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আমাদের কাজ চলছে। কোনো কারণে তা সম্ভব না হলে, আগামী মাসের শুরুতে ফল প্রকাশ করা হবে।’ 

বর্তমানে বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষক দেখছেন বলেও জানান পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, ‘৪৪ তম বিসিএসে প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের খাতা দেখা শেষ। এখন কিছু বেশি খাতা দেখছেন তৃতীয় পরীক্ষক। এ প্রক্রিয়া শেষ হলেই ফল প্রকাশ করা হবে।’ 

এর আগে ২০২২ সালের ২২ জুন ৪৪ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী। 

 ৪৪ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)