হোম > শিক্ষা

নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে জানা যায়, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ থেকে ১৪ দিন পর্যন্ত ছুটি থাকবে।

নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি থাকবে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে দুই দিন। তবে, ছুটির ঠিক আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১৪ দিনের নিরবচ্ছিন্ন ছুটি উপভোগ করবে। এই দীর্ঘ ছুটির সময়সীমার মধ্যে দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজা অন্তর্ভুক্ত থাকবে। ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিনটিতে শিক্ষকেরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিন। তবে, ছুটির প্রথম দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১১ দিন ছুটি কাটাবে। এই ছুটি সাধারণত দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া হয়।

সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজ

সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলো সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটিসহ এসব প্রতিষ্ঠানে মোট ১৪ দিনের দীর্ঘ ছুটি থাকছে। এই ছুটি দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি