হোম > শিক্ষা

সাত দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাকে প্রাইমারি শিক্ষা সমমর্যাদার করার সাত দফা দাবিতে মানববন্ধন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নিয়মনীতি অনুযায়ী বিভিন্ন কাজ প্রাইমারি শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকেরাও করে থাকেন। প্রাইমারি স্কুলের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোও সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে যাচ্ছে।

আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতি এই মানববন্ধনের আয়োজন করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মনি বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। বিশ্ব শিক্ষক দিবসে প্রাইমারির ন্যায় জাতীয়করণ করার দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি সাত দফা দাবিতে মানববন্ধন করছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইমারি শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরাও সবকিছু পালন করে যাচ্ছেন। তা সত্ত্বেও তাঁদের বেতনকাঠামো বৃদ্ধি পেলেও আমাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। ১৯৯৪ সালে প্রাইমারি স্কুলের শিক্ষকদের মতো স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদেরও ৫০০ টাকা ভাতা প্রদান শুরু করা হয়। তবে ২০১৩ সালে বর্তমান সরকার প্রাইমারি শিক্ষকদের জাতীয়করণসহ ধাপে ধাপে বেতন বৃদ্ধি করে ২৬ হাজার ১৯৩ টাকা করলেও স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের জাতীয়করণ না করে বেতন ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে এনসিটিবি থেকে প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুসরণ করা হয়। এতে কোরআন-সুন্নাহসহ আরবি ভাষা শিক্ষাদানের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মতো বাংলা, ইংরেজি ও বিজ্ঞান প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। 

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাইমারির মতো পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ, বৃত্তি মেধাতালিকা রয়েছে। প্রাইমারি মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 

  • স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সাত দফা দাবিগুলো হলো-
  • প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার মুজিববর্ষে মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা। 
  • কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। 
  • স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচ এস সি পাশ/সমমান একজন অন্তর্ভুক্তকরণ। 
  • প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ। 
  • প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ। 
  • প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ। 
  • প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ। 

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাসচিব কাজী মোখলেছুর রহমান, উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, সিনিয়র সহসভাপতি শাহ্ জাহানসহ সারা দেশে থেকে আসা শিক্ষকেরা অংশ নেন। 

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা