চবি (চট্টগ্রাম ): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দিতে বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের ৫৪ জন পরিচালক অংশগ্রহণ করেন।
আজ মঙ্গলবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন।