হোম > শিক্ষা

জাবি ভর্তি পরীক্ষার তারিখ দুদিন পেছাল, ‘ডি’ ইউনিটের পরীক্ষা প্রথমে

নিজস্ব প্রতিবেদক

পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৭ ও ৮ নভেম্বর এর পরিবর্তে ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসান।

আবু হাসান সাংবাদিকদের বলেন, পরিবহন ধর্মঘটের কারণে আগামী ৭ ও ৮ নভেম্বরের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ওই দুই দিনের পরীক্ষা ২০ ও ২১ নভেম্বর নেওয়া হবে। এ ছাড়া আর কোনো পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়নি।

বিশ্ববিদ্যালয়টিতে মোট নয়টি ইউনিটে পরীক্ষায় অংশ নেবেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে সংশোধিত তারিখ অনুযায়ী আগামী ৯ ও ১০ নভেম্বর ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি যুদ্ধ শুরু হতে যাচ্ছে।

এরপর পূর্বের ঘোষণা অনুযায়ী ১১ নভেম্বর ‘এইচ’ এবং ‘জি’ ইউনিট, ১৪ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৫ নভেম্বর ‘এফ’ এবং ‘আই’ ইউনিট, ১৬ নভেম্বর ‘ই’ এবং ‘সি-১’ ইউনিট, ১৮ নভেম্বর ‘সি’ ইউনিট, সবশেষে ২০ ও ২১ নভেম্বর দুদিন অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

নির্ধারিত তারিখগুলোতে প্রতিদিন সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে এবং বিকেল ৪টা পর্যন্ত মোট পাঁচটি শিফটে এসব পরীক্ষা নেওয়া হবে। 

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়