তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সমাজকর্ম বিভাগ অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫’। ১৮ এপ্রিল তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রাণবন্ত আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন, সম্মানিত শিক্ষকেরা ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। আয়োজনটির নেতৃত্বে রয়েছেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শারমিন নাহার। তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রায় ৫০ বছর বয়সী এই বিভাগ প্রাক্তনদের পদচারণায় মুখরিত হবে, যা নতুনদের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার উৎস।
স্নাতক ও স্নাতকোত্তরের শেষ বর্ষ পর্যন্ত সব প্রাক্তন শিক্ষার্থীকে এই পুনর্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন