হোম > শিক্ষা

অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি

শিক্ষা ডেস্ক

মোনাশ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় গবেষণা বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তিটিতে অর্থায়ন করবে দেশটির সরকার।

মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৫৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর এ বিশ্ববিদ্যালয় থেকে ৩ হাজারের বেশি গবেষণা প্রকাশিত হচ্ছে। মোনাশের একাধিক ক্যাম্পাস রয়েছে। এসব ক্যাম্পাসের বেশির ভাগই দেশের অভ্যন্তরে। কিছু ক্যাম্পাস বিদেশেও রয়েছে।

সুযোগ-সুবিধা

অস্ট্রেলিয়ান সরকার মোনাশ ইউনিভার্সিটিতে প্রচুর বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তিগুলো থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব খরচ বহন করা হবে। এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এ ছাড়া থাকছে মাসিক উপবৃত্তি, বিমান টিকিটের খরচ, পুনর্বাসন ভাতা, জীবনযাত্রার ভাতা।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

শিল্প, নকশা ও স্থাপত্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, আইন, ওষুধ, নার্সিং, স্বাস্থ্যবিজ্ঞান, ফার্মেসি এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস।

বৃত্তির প্রকারভেদ

বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের একাধিক ধরনের বৃত্তি প্রদান করে থাকে। এগুলো হলো: গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির বৃত্তি, মোনাশ স্নাতক বৃত্তি, ম্যাক্সওয়েল কিং পিএইচডি বৃত্তি, মোনাশ সিলভার জুবিলি পিএইচডি বৃত্তি, রেডন স্নাতক গবেষণা বৃত্তি ও মোনাশ ইন্টারন্যাশনাল টিউশন বৃত্তি।

আবেদনের যোগ্যতা

মোনাশের বৃত্তির জন্য দেশি-বিদেশি সব ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করতে প্রার্থীদের স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে। আবেদনকারীর একাডেমিক রেকর্ড, গবেষণার ফল এবং পূর্ববর্তী গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৫।

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত