হোম > শিক্ষা

ইপিএফএল স্কলারশিপ

মুসাররাত আবির

সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। তাই শিক্ষার খরচও বেশি। এই খরচ বিশ্ববিদ্যালয়ভেদে কমবেশি হয়ে থাকে। ব্যাচেলর ডিগ্রির জন্য শিক্ষার্থীকে বছরে প্রায় ৮ লাখ থেকে ১০ লাখ টাকা, মাস্টার্স ডিগ্রির জন্য বছরে ১০ লাখ থেকে ১৪ লাখ টাকা গুনতে হবে। তবে এখানে পড়াশোনা করার সুযোগ পেলে আপনার ক্যারিয়ারে আসবে গতি—শুধু তা-ই নয়, সঙ্গে মিলবে সম্মান ও অর্থ। তাই উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ড সবচেয়ে উত্তম স্থান।

মেধাবী শিক্ষার্থীদের জন্য খরচ যাতে কোনো বাধা না হয়, তাই স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুসান (ইপিএফএল)। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রতিবছর ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুসানের স্কুল অব কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেস বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম অফার করে, যা অত্যন্ত সম্মানজনক। সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা সুইজারল্যান্ডে এই আন্তর্জাতিক ফেলোশিপের জন্য আবেদন করে থাকেন। ২০২১ সালের কিউএস র‍্যাঙ্কিং অনুযায়ী ইপিএফএল বিশ্বের ১৪তম বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করে। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিশ্ববিদ্যালয়টি সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। 

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে:

  • আর্কিটেকচার
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার এবং কমিউনিকেশন সায়েন্স
  • বেসিক সায়েন্স
  • লাইফ সায়েন্স
  • টেকনোলজি ম্যানেজমেন্ট
  • কলেজ অব হিউম্যানিটিজ 

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি
  • ভিসা ফি
  • আবাসন খরচ
  • উপবৃত্তি হিসেবে প্রতি সেমিস্টারে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক করে ২ বছরে মোট ৪০ হাজার সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ লাখ টাকা।
  • চিকিৎসা খরচ হিসেবে ১৫০ সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে। 

আবেদনের যোগ্যতা

  • স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
  • ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • একটি সিভি।
  • মোটিভেশন লেটার।
  • রেফারেন্স লেটার।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • ভাষা দক্ষতা প্রমাণের জন্য সনদ।
  • পাসপোর্ট সাইজের ছবি। 

ভিসা আবেদনের প্রক্রিয়া

  • আবেদন ফরমের সঙ্গে অনধিক ৬ মাসের পুরোনো ছবি সংযুক্ত পাসপোর্ট (পুরোনোসহ যদি থাকে)।
  • বর্তমান পাসপোর্টের ফটোকপি (প্রতিটি আবেদন ফরমের জন্য)।
  • অফার লেটার (সুইস বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত) ঘোষণা পত্র যে আপনি পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে আসবেন।
  • স্পনসর কর্তৃক হলফনামা (এফিডেভিট)।
  • আয়ের উৎস হিসেবে ১২ মাসের ব্যাংক স্টেটম্যান্ট/ সনদ, ইনকাম ট্যাক্স পেপার, ফিক্সড জামানত ইত্যাদি এবং যদি ব্যাংক লোন হয় তাহলে ব্যাংককে নিশ্চিত পত্র ইস্যু করতে হবে তা প্রমাণের জন্য।
  • কমপক্ষে ১ বছরের টিউশন ফি পরিশোধের প্রমাণ কপি।
  • বিশ্ববিদ্যালয়ের ভাষা পরীক্ষা পাসের নিশ্চিতপত্র।
  • সাম্প্রতিক আইইএলটিএস পরীক্ষার সনদ।

বিস্তারিত জানতে www.epfl.ch এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল, ২০২২ 

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা