হোম > শিক্ষা

সম্পূর্ণ অর্থায়িত নিউজিল্যান্ড সরকারের মানাকি বৃত্তি

শিক্ষা ডেস্ক

ওটাগো বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সরকারের মানাকি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ বৃত্তির জন্য অর্থায়ন করবে। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

নিউজিল্যান্ড সরকারের মানাকি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ৫৩১ নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে। ভাতা হিসেবে থাকছে ৩০০০ নিউজিল্যান্ড ডলার। এই অর্থ আবাসন খরচ, পাঠ্যপুস্তক বা অন্যান্য অধ্যয়ন উপকরণের জন্য ব্যয় করা যাবে। থাকছে স্বাস্থ্যবিমা, ভ্রমণ ভাতা ও নিজ দেশে যাওয়া এবং ফিরে আসার টিকিটের ব্যবস্থা।

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে

অকল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিংকন বিশ্ববিদ্যালয়, ম্যাসি বিশ্ববিদ্যালয়, অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়, ওটাগো বিশ্ববিদ্যালয়, ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়, ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিটেক ইনস্টিটিউট অব টেকনোলজি।

যেসব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশ, আফ্রিকান, ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকাসহ এশীয় দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এশীয় দেশের মধ্যে রয়েছে: কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, লাওস পিডিআর, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড, পূর্ব তিমুর, ভিয়েতনাম, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও মালদ্বীপ।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। তবে ৪০ বছরের বেশি প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি ভাষার অভিজ্ঞতা সনদ দেখাতে হবে। প্রার্থীদের আইইএলটিএসের স্কোর ৬.৫ হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল