হোম > শিক্ষা

এসএসসি ও সমমানের ৭৬ হাজার শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের ফল ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ ফলে সন্তুষ্ট না হওয়া প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। আগামী ২১ জানুয়ারি এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। 

আন্তশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

অধ্যাপক নেহাল আহমেদ জানান, ‘এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ২১ জানুয়ারি। এর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।’ 

গত ৩১ ডিসেম্বর এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়, যা শেষ হয় গত ৬ জানুয়ারি। এর আগের দিন ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবার জিপিএ-৫ পায় ১ লাখ ৮৩ হাজারের বেশি শিক্ষার্থী। 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার তিন বিষয়ের পরীক্ষা হলেও ফলাফলে অসন্তোষ জানিয়ে ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে হিসাববিজ্ঞান, রসায়ন ও ভূগোল বিষয়ে বেশি আবেদন পড়েছে।

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)