হোম > শিক্ষা

শিক্ষার্থীদের অর্থ, সময় ও শ্রম লাঘব করতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা: উপাচার্য 

ঢাবি প্রতিনিধি

শিক্ষার্থীদের অর্থ, সময় ও শ্রম বাঁচাতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

উপাচার্য বলেন, ‘দ্বিতীয়বারের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সহযোগিতা করছে। শিক্ষার্থীদের অর্থ, সময় ও শ্রম লাঘব করার জন্য আমরা এই পরিকল্পনা নিই। আমাদের বিভিন্ন অনুষদের ডিন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, গত বছরের মতো এ বছরও পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’ 

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, ‘এটি একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা জড়িত।’ সে কারণে সব মহলের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন উপাচার্য। 

পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, গ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৭১৯। 

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার