হোম > শিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমে নামল প্রায় অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ কমে প্রায় অর্ধেকে নেমেছে। 

গতবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ৮৩ হাজার ৬৮৭। 

সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর আড়াইটায় ফলাফল বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৩.৮১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক ০৭ শতাংশ, যশোর বোর্ডে ৬৯ দশমিক ৮৮ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৯০ দশমিক ৭৫। 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ। 

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। 

চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) শুরু হয় ২৭ আগস্ট। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত