করোনার কারণে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে সরকার। শিক্ষামন্ত্রী ড. দীপু মনি আগামীকাল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা–২০২১ সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্স আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা এখনো সম্ভব হয়নি। পরীক্ষা না নেওয়া গেলে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে একাধিকবার জানানো হয়েছে। তবে কী পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তা চূড়ান্তভাবে জানানো হয়নি।