হোম > শিক্ষা

যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক

মায়ামি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৯২৫ সালে মায়ামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশটির ফ্লোরিডায় অবস্থিত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ১৩৪টি স্নাতক, ১৪৮টি স্নাতকোত্তর ও ৬৭টি ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের শতভাগ টিউশন ফি মওকুফ করা হবে। গবেষণা, ইন্টার্নশিপ, সম্মেলনসহ অন্যান্য শিক্ষামূলক উদ্দেশ্যে ১২ হাজার ডলার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে আবাসন সুবিধা, খাবারের ভাতা, স্বাস্থ্যবিমা, পাঠ্যপুস্তক ভাতা ও ল্যাপটপের জন্য ভাতার ব্যবস্থা রয়েছে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

হিসাববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, শিল্পকলা, জীববিজ্ঞান, সামুদ্রিকবিজ্ঞান, ক্রীড়াবিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, স্বাস্থ্য ও ফিটনেস এবং মেরিন ইঞ্জিনিয়ারিং।

প্রয়োজনীয় কাগজপত্র

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। উচ্চমাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, সুপারিশপত্র জমা দিতে হবে।

স্কলারশিপের সময়কাল: ৪ বছর।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর, ২০২৫।

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা