জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের স্নাতক ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
এতে আরও জানানো হয়েছে, এ পরীক্ষায় স্নাতকে ৩১টি বিষয়ে ৮৭৯টি কলেজের মোট ৪ লাখ ৭৪ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রকাশিত ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে। ফল জানতে যে কোনো মোবাইল অপশনে গিয়ে nuh1Registration No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nubd.info/results/ থেকে পাওয়া যাবে।