হোম > শিক্ষা

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৬ জুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই সূচী অনুযায়ী আগামী ৬ জুন শুরু হবে পরীক্ষা। ওই দিন সকালে ১২০ জনের এবং দুপুরে ১০০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আজ সোমবার (৩১ মে) পিএসসি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৩ জুলাই পর্যন্ত ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ কোনক্রমেই পরিবর্তন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পিএসসি’র প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে এ পরীক্ষা নেওয়া হবে।

করোনা সংকটের প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন। এই উত্তীর্ণদের মৌক্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২৩ মে। কিন্তু ১৮ মে এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। এরপর দু সপ্তাহের ব্যবধানে মৌখিক পরীক্ষার নতুন সুচী প্রকাশ করলো পিএসসি।

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি