দেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও পরীক্ষার ফি এবং মিডটার্ম পরীক্ষা নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব ঘোষিত ২৭ জুনের মধ্যে যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেননি, তাঁদের আগামী ১৬ আগস্টের মধ্যে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব ঘোষিত ২৯ জুনের মধ্যে (সব সেমিস্টারের) যে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারেননি, তাঁরা আগামী ১৮ আগস্টের মধ্যে জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন। এ বিষয়ে সব ইনস্টিটিউট ও বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং পূর্ব ঘোষিত ১৮ জুলাইয়ের পরিবর্তে, কোর্স শিক্ষক নিজ বিবেচনায় সর্বোত্তম পদ্ধতিতে (অ্যাসাইনমেন্ট, ভাইভা, এমসিকিউ, কুইজ, ইত্যাদি) ১৮ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে মিডটার্ম পরীক্ষা সম্পন্ন করবেন। অনলাইনে পাঠদান কর্মসূচি যথারীতি চলবে।
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়। পরবর্তীতে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।