ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আটকে থাকা বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ড. মাহবুবুর রহমান বলেন, বৈশ্বিক মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এরপরে অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও পরীক্ষা স্থগিত ছিল। এতে আমাদের ছাত্রছাত্রীদের জীবন থেকে অনেকগুলা সময় বিফলে চলে যাচ্ছে। তাই গতকাল মঙ্গলবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য সভায় নীতিগত সিদ্ধান্ত হয়। পরীক্ষার ব্যাপারে স্ব-স্ব বিভাগে চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছে।
উপ-উপাচার্য আরও বলেন, যেসব বিভাগ প্রস্তুত রয়েছেন তারা চাইলে যেকোনো সময় পরীক্ষা শুরু করতে পারে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, আমরা জানতে পেরেছি অধিকাংশ শিক্ষার্থী যেকোনো উপায়ে পরীক্ষা দিতে চায়। আর বর্তমান পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নেওয়ার পরিবেশ নেই। তাই প্রশাসন অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অনুষদের ডিনদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।