জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর ২০২১-২২ কার্য বছরের আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। টানা চতুর্থবারের মতো মোট ৩১ জন সদস্যকে ৩টি পদ্ধতির মাধ্যমে বাছাই করে কমিটি ঘোষণা করা হয়।
হাল্ট প্রাইজের ২০২১-২০২২ সালের ক্যাম্পাস ডিরেক্টর অ্যান্ড চিফ অর্গানাইজার হিসেবে এম এম আবু হাইসাম হিমেল ও ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর অ্যান্ড হেড অফ অপারেশন হিসেবে সোহেল সাদমান ইসলাম নিযুক্ত হয়েছেন। এ ছাড়া ডেপুটি অর্গানাইজার মনিরুল ইসলাম এবং চিফ অফ স্টাফ নিযুক্ত হন উৎস দাস।
প্রতিবছর ১২১ দেশের ৩ হাজারেরও অধিক ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এবারও তা অনুষ্ঠিত হবে।
হাল্ট প্রাইজ এমন একটা ফাউন্ডেশন যা বৈশ্বিক পরিবর্তনের লক্ষ্যে তরুণদের নেতৃত্বদানের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রত্যেক বছর সেপ্টেম্বর এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১০ সাল হাল্ট প্রাইজের সূচনা হয়। অর্থাৎ যেকোনো একটি বৈশ্বিক সমস্যা (শিক্ষা, খাদ্য, জ্বালানি, চিকিৎসা, পরিবেশ) বাছাই করা হয় এবং তা সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করা হয়।