হোম > শিক্ষা

অনলাইন নয়, জবির পরীক্ষা হবে সশরীরে: উপাচার্য

প্রতিনিধি

জবি: অনলাইন নয় বরং সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী জুনের শেষে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা নেওয়া হবে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে এক মিটিং শেষে এ তথ্য জানান তিনি।

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে জবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের প্রায় দেড় বছর সময় নষ্ট হয়েছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব না তবে আমরা চাইবো দ্রুত সময়ে এবং সশরীরে শিক্ষার্থীদের আগামী জুনের শেষে বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুমে বসিয়ে পরীক্ষা নিতে। তবে এ ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

করোনা বৈশ্বিক মহামারিতে দেশের বিভিন্ন সেক্টর পর্যায়ক্রমে চালু রাখা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ পুরোপুরি স্থবির অবস্থায় রয়েছে। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনলাইন ভিত্তিক ক্লাস প্রোগ্রাম চালু থাকলেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় দ্রুত সময়ে ক্লাস ও পরীক্ষা শুরু করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক ক্লাস সমূহ শেষ হয়েছে তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ বন্ধ থাকায় পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করা যাচ্ছে না।

অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দ্রুত সময়ে ক্লাস ও বিশেষ করে পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছেন।

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার