চবি: অবশেষে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে চারটি বাস সার্ভিস দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। বাসগুলো আজ মঙ্গলবার রাত ১০টায় ক্যাম্পাস থেকে ছেড়ে ঢাকা হয়ে আরিচা ফেরিঘাট, রাজশাহী সদর, রংপুর সদর ও সিলেট সদর পর্যন্ত যাবে।
রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।
তিনি জানান, শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে চারটা বাসের ব্যবস্থা করা হয়েছে। একটি বাস ঢাকা-আরিচা ফেরিঘাট পর্যন্ত যাবে। এই বাসে বরিশাল ও খুলনা বিভাগের শিক্ষার্থীরা উঠবে। অপর একটি বাস ঢাকা হয়ে রাজশাহী সদরে যাবে। আরেকটি বাস ঢাকা হয়ে রংপুর সদর যাবে। এ ছাড়া আরেকটি বাস ঢাকা-ময়মনসিংহ হয়ে সিলেট সদর যাবে। চারটি বাস ক্যাম্পাস থেকে ছাড়া হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, প্রত্যেক শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ পরিচয়পত্রের (আইডি কার্ড) এক কপি ফটোকপি সঙ্গে রাখতে হবে।