হোম > শিক্ষা > ক্যাম্পাস

শীতে কম্বল বিতরণ এবং অসহায়দের পাশে পাঠকবন্ধু মাদারীপুর

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর

পত্রিকা বিক্রয়কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করে পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখা। ছবি: পাঠকবন্ধু

পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখা সম্প্রতি বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতকালীন সহায়তা, অসুস্থ বৃদ্ধাকে হুইলচেয়ার উপহার এবং অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহযোগিতা—এসব উদ্যোগের মাধ্যমে পাঠকবন্ধু অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

পত্রিকা বিক্রয়কর্মীদের পাশে

পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখা সম্প্রতি মাদারীপুর শহরের ২ নং শকুনি এলাকায় পত্রিকা বিক্রয়কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করেছে। শীতের তীব্রতায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। মাদারীপুরের প্লানেট হাসপাতালের স্বত্বাধিকারী শামীমা সিথির দেওয়া কম্বল ১২ জন পত্রিকা বিক্রয়কর্মীর হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক কাজী আবুল বাশার। বিক্রয়কর্মীরা বলেন, ‘এই কম্বল পেয়ে তাঁদের শীতের কষ্ট অনেকটা কমেছে।’

পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক এস এম আরাফাত হাসান বলেন, ‘পত্রিকা বিক্রয়কর্মীরা আমাদের জীবনের অংশ। তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।’

অসুস্থ বৃদ্ধাকে হুইলচেয়ার বিতরণ করে পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখা। ছবি: পাঠকবন্ধু

অসুস্থ বৃদ্ধাকে হুইলচেয়ার

পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখা এর আগে অসুস্থ বৃদ্ধ সাহেরুন নেছাকে একটি হুইলচেয়ার দিয়েছে। ৯০ বছর বয়সী সাহেরুন নেছা দীর্ঘদিন ধরে পঙ্গুত্বে ভুগছেন এবং তাঁর পরিবারের পক্ষে একটি হুইলচেয়ার কেনা সম্ভব হচ্ছিল না। পাঠকবন্ধু সদস্যদের সহায়তায় এবং উপদেষ্টা কামরুল হাসান ও তাঁর সহযোগীদের আর্থিক সাহায্যে হুইলচেয়ার দেওয়া হয়। সাহেরুন নেছার পরিবার এই সহায়তার জন্য কৃতজ্ঞ। এ ছাড়া বৃদ্ধার পুত্রবধূ পুনু বেগম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা। এখন তাঁকে নিয়ে চলাফেরা করতে আর অসুবিধা হবে না।’

বিয়ের জন্য আর্থিক সহায়তা

মাদারীপুরের একটি দরিদ্র পরিবার পাঠকবন্ধুর মানবিক সহায়তা পেয়েছে। পরিবারটি মেয়ের

বিয়ের জন্য প্রাথমিকভাবে আর্থিক সমস্যায় পড়েছিল। একসময় বিয়ের আয়োজন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পাঠকবন্ধু ইতালি

ও মালয়েশিয়াপ্রবাসীদের আর্থিক সহায়তায় পরিবারটির হাতে কিছু টাকা তুলে দেওয়া হয়।

কনের মা বলেন, ‘এই সহযোগিতা আমাদের জন্য আশার আলো। এই টাকা পেয়ে আমাদের অনেক উপকার হবে।’

পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখার এই মানবিক উদ্যোগগুলো এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করেছে। এ ধরনের সহায়তা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং একে মানবিক মূল্যবোধের প্রতি পাঠকবন্ধুর অঙ্গীকার হিসেবে তুলে ধরা যেতে পারে।

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন