হোম > শিক্ষা

পাঁচ দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।

মানববন্ধন কর্মসূচিতে সারা দেশ থেকে তৃতীয় শ্রেণির শত শত কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মচারীগণ তাদের বক্তব্যে নানান বৈষম্যের কথা তুলে ধরেন। সারা দেশে তৃতীয় শ্রেণির কর্মচারীরা বেতন ভাতা, পদ মর্যাদা সহ নানান বৈষম্য এবং না পাওয়ার কথা বলতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ  মোস্তফা  ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আদনান হাবিব তাদের বক্তব্যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের দাবি সমূহ হচ্ছে ১. ৩য় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করা এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ২. পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/হিসাবরক্ষণ কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা করতে হবে। ৩. শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. সকল এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা