হোম > শিক্ষা

গণিতে ভালো করতে চাইলে

মো. মনজুরুল হক মজুমদার

অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিতে ভালো করার প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আলোচনা করব।

∎ প্রথমে প্রতিটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তোমরা ভালোভাবে পড়বে এবং তৎসংশ্লিষ্ট প্রশ্নগুলো বুঝবে। এরপর যে উদ্দীপকটির সবগুলো প্রশ্নের সমাধান ভালোভাবে করতে পারবে, সেটির উত্তর প্রথমে লিখবে।

∎ প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারলে নির্ভুল সমাধান করা সহজ হবে। প্রতিটি প্রশ্ন অত্যন্ত মনোযোগসহকারে পড়ে সমাধান করতে হবে।

∎ প্রতিটি সৃজনশীল প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে একবারেই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ কোনো প্রশ্ন বাদ রেখে গেলে সময়ের কারণে তা সমাধান করা সম্ভব না-ও হতে পারে।

∎ সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে কোনো প্রশ্নের যতটুকু অংশ শুদ্ধভাবে সমাধান করতে পারবে, ততটুকু অংশের জন্য নম্বর পাবে। তাই কোনো সৃজনশীল প্রশ্নের ক, খ কিংবা গ-এর কিছু অংশের সঠিক সমাধান করতে না পারলে বিচলিত হবে না।

∎ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অনেক সময় উদ্দীপক হিসাব করেও কম সময়ে উত্তর করা যায়।

∎ কোনো বহুনির্বাচনি প্রশ্ন পড়ে কঠিন মনে হলে বিচলিত হওয়ার কিছু নেই। হয়তো দেখা যাবে উদ্দীপক এমনভাবে আছে যে তোমরা যাচাই করে সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।

∎ কোনো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নির্বাচনে সন্দেহ দেখা দিলে প্রথমে নিশ্চিত ভুল উত্তরগুলো বাছাই করবে।
∎ কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে যদি পার্শ্বটীকা প্রয়োজন হয়, তবে অবশ্যই পার্শ্বটীকা দিতে হবে।

∎ জ্যামিতিক চিত্রগুলো যেন সঠিক, সুন্দর ও স্পষ্ট হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। জ্যামিতির 
চিত্রে কোনো ধরনের ভুল হলে নম্বর পাবে না।

∎ অঙ্কের প্রতিটি লাইন করার সময় তার পূর্ববর্তী লাইনের দিকে দৃষ্টি রাখতে হবে, তাহলে ভুল হবে না।

∎ অঙ্ক করার সময় মাথা ঠান্ডা রেখে যথাসম্ভব দ্রুত সমাধান করতে হবে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সব কটি অঙ্ক করা যায়।

লেখক: সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার