হোম > শিক্ষা

বিদেশে পড়তে যেতে চান, সময় থাকতেই প্রস্তুতি নিন

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেই দেখেন। তবে এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ধারাবাহিক প্রস্তুতি। আপনি হয়তো ভাবছেন—কখন থেকে প্রস্তুতি শুরু করব? সিজিপিএ যদি খুব ভালো না হয়, তাহলে কী করব? এ ছাড়া বিদেশে পড়তে গেলে কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের আয়োজন।

প্রস্তুতির সময় কখন?

  • বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি যত তাড়াতাড়ি শুরু করা যায়, ততই ভালো। আপনি যদি এখন স্নাতকে পড়েন, তাহলে একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণার কাজেও মনোযোগী হোন। গবেষণার অভিজ্ঞতা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ভালো রেফারেন্স আপনার প্রোফাইলকে আরও সমৃদ্ধ করবে।
  • আপনি কোন বিষয়ের ওপর পড়তে চান, কোন দেশে যেতে চান—এই বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করুন।
  • ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘুরে দেখুন। প্রয়োজনীয় যোগ্যতা, ফান্ডিং সুযোগ এবং আবেদনের সময়সীমা সম্পর্কে জানুন। বিভিন্ন হায়ার স্টাডি গ্রুপ ও ফোরামে যুক্ত হন।
  • বিশেষ করে পিএইচডি বা গবেষণাধর্মী প্রোগ্রামের জন্য প্রফেসরের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ। আপনার আগ্রহ ও দক্ষতা যদি কোনো গবেষকের সঙ্গে মিল খায়, তাহলে তিনি আপনাকে ল্যাবে জায়গা দিতে পারেন। এতে আপনার স্কলারশিপ ও ভর্তি—দুয়েরই সম্ভাবনা বাড়বে।
  • পুরো প্রস্তুতির একটি টাইমলাইন বানিয়ে নিন। এক্সেলশিট বা নোটবুক ব্যবহার করে নিজের অগ্রগতি ট্র্যাক করুন। এটি আপনাকে মোটিভেট করবে এবং সময়ের অপচয় কমাবে।

সিজিপিএ কিছুটা কম হলেও

  • আপনি গবেষণার মাধ্যমে প্রফেসরকে প্রভাবিত করতে পারেন। নিজের
  • স্কিল, আগ্রহ ও কাজের অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করুন—আপনি এই প্রোগ্রামের জন্য উপযুক্ত।

কীভাবে সতর্ক থাকবেন

  • উচ্চশিক্ষা শুধুই বিদেশে থাকার মাধ্যম নয়। এটি একটি কঠোর একাডেমিক যাত্রা। কোর্সওয়ার্ক ও গবেষণার প্রতি আপনার মনোযোগ থাকা জরুরি।
  • অনেক ক্ষেত্রেই স্কলারশিপ টিকে থাকে ভালো একাডেমিক পারফরম্যান্সের ওপর। তাই অসাবধানতার কারণে স্কলারশিপ হারানো অনাকাঙ্ক্ষিত হবে।
  • ভর্তিপ্রক্রিয়া দীর্ঘ ও অনিশ্চিত হতে পারে। অনেক সময় হতাশা, অবসাদ ভর করতে পারে। এই সময় ধৈর্য ধরে নিজের মনকে প্রোডাকটিভ কাজে ব্যস্ত রাখুন। এই অভ্যাস ভবিষ্যতের শিক্ষাজীবনেও কাজে আসবে।

বিদেশে উচ্চশিক্ষার যাত্রা সহজ নয়, তবে পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব। নিজের লক্ষ্য ঠিক রাখুন, সময়ের সঠিক ব্যবহার করুন এবং সর্বোপরি নিজেকে বিশ্বাস করুন।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি