ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বিশ্ববিদ্যালয়টির ডিনস কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা। তিনি বলেন, প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের যেহেতু মূল্যায়ন রয়েছে, তাই এ বিষয়ে ডিনস কমিটিতে আলোচনা হয় এবং প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত পোষণ করি।
আজ (বুধবার) সকাল ১০টার সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ বিষয়ে আলোচনা হলে একমত পোষণ করেন ডিনরা।
উল্লেখ্য, মঙ্গলবার প্রভোস্ট কমিটি যেসব বিষয়ে আলোচনা হয় সেগুলো হলো—ভ্যাকসিনের আওতায় আসা সাপেক্ষে চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতকোত্তর-স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আসার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে নভেম্বরের মাঝামাঝিতে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ শিক্ষার্থীদের হলে ওঠানোর সব কার্যক্রম শেষ করতে নিজ নিজ হলের প্রভোস্টকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়।