প্রথমবারের মতো গুচ্ছ ভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। প্রাথমিক আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে পারবেন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন চলবে।
ভর্তি নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে। আবেদনকারীকে আবেদন ফি বাবদ ১ হাজার ২০০ টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি আবেদনকারী বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয়সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
এ বছর মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগের সবাইকে যাতে চূড়ান্ত পরীক্ষার সুযোগ দেওয়া হয় সে জন্য কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন বিজ্ঞান বিভাগের বাদ পড়া শিক্ষার্থীরা।