হোম > শিক্ষা

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য শর্ত কঠিন হলো

কানাডায় পড়তে যেতে চাওয়া বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য শর্ত কঠিন করল দেশটি। আগামী বছর থেকে শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারীদের আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে থাকার তথ্য দেখাতে হবে। দেশটির সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগে কানাডায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় (কস্ট অব লিভিং) হিসেবে ব্যাংকে ১০ হাজার কানাডীয় ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। ২০০০ সাল থেকে অর্থের পরিমাণ এটিই রয়েছে। কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তা ২০ হাজার ৬৩৫ ডলার করা হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফি তো আছেই। এই খরচ বছরে বছরে সামঞ্জস্য করা হবে।

কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে আসার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সমন্বয় করা হয়নি। তাই এবার এটি দ্বিগুণ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে।

তথ্য বলছে, কানাডায় বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৭৫০। এর মধ্যে উচ্চশিক্ষা অর্জনের শিক্ষার্থীরাও রয়েছেন। এসব শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৫১ হাজার ৪০৫ জন গত বছর কানাডায় পড়ার অনুমতি পেয়েছিলেন।

কানাডার অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার নামে অনেক প্রতিষ্ঠান প্রতারণা করে আসছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেয়, কিন্তু পরবর্তী সময়ে সেই সব শিক্ষার্থী উন্নতমানের শিক্ষা পান না বা গ্রহণ করেন না। এর বদলে তাঁরা কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা চালান। আবার কেউ কেউ স্টুডেন্ট ভিসায় এসে কাজ করেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব প্রদেশে এসব প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)