হোম > শিক্ষা

গুচ্ছের প্রথম মেরিট লিস্টের ভর্তি ২২-২৫ জুলাই

জবি প্রতিনিধি

গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি শুরু হবে ২২ জুলাই থেকে। ভর্তি চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

আজ শুক্রবার এসব তথ্য জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রথম মেরিট লিস্ট প্রকাশের ব্যাপারে ভর্তি কমিটির মিটিং হয়েছে। ২২ থেকে ২৫ জুলাই প্রথম মেরিটের ভর্তি নেওয়া হবে। এর আগেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ক্লাস শুরু করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

অধ্যাপক ফরিদ আরও বলেন, ‘আমরা প্রথমে মেরিট অনুযায়ী ফলাফল প্রকাশ করব। এরপর দ্বিতীয় মেরিট ও মাইগ্রেশনের সুযোগ দেওয়ার পরই ক্লাস শুরু করব। এবার সবকিছু কেন্দ্রীয়ভাবে হবে, তাই আশা করি আসন ফাঁকা থাকবে না।’

গত ২০-২৭ জুন গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন করেন শিক্ষার্থীরা। এবার সময়ক্ষেপণ রোধে জুলাই কিংবা আগস্ট থেকেই প্রথম বর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা করেছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি।

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন