যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ-সাউথ ইউনিভার্সিটি।
আজ মঙ্গলবার কিউএস তাদের ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শিরোনামে তালিকা প্রকাশ করে। এর মধ্যে ৫৫৪ তম স্থান দখল করে এগিয়ে রয়েছে দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৭৬১-৭৭০ তম এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটি ৯০১-৯৫০ এর মধ্যে অবস্থান করছে। ২০২৪ সালের র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ছিল ৬৯১-৭০০ তম।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, র্যাঙ্কিংয়ে সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের রয়েছে ৩৪টি বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ১০০-তে ১০০ স্কোর পেয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। ৯৮ দশমিক ৫০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের ইমপিরিয়াল কলেজ লন্ডন এবং তৃতীয় অবস্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যার স্কোর ৯৬ দশমিক ৯০।
র্যাঙ্কিংয়ে অগ্রগতির বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষামূলক কার্যক্রমের প্রতি গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা সুফল ভোগ করা শুরু করছি।’