ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি লড়াই শুরু হবে।
এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এবারের সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
বিজ্ঞান ইউনিটে সাত কলেজে মোট আসন সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। বাণিজ্য ইউনিটে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০ টি।