জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৭ ও ৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা ২০ এবং ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সূচি অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের কারণে দেশের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।