বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা আগামী শুক্রবার (১৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষা শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ২৭৫টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষায় সর্বমোট ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৮৬০ জন ছাত্র ও ১৮ হাজার ৩৬৮ জন ছাত্রী।
সেই সঙ্গে প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।